দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: ক্রেতা সেজে ঢুকে মহিলা দোকান মালিকের গলার হার ছিঁড়ে নিয়ে গেল দুষ্কৃতী। সোমবার রাতে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের সগরভাঙা কলোনি এলাকায় ঘটনাটি ঘটে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। রাস্তায় আলো না থাকায় দুষ্কৃতীদের উপদ্রব বেড়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।
দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত সগরভাঙা কলোনিতে সগরভাঙা হাইস্কুলের কাছে দোকান রয়েছে ওই মহিলার। সাড়ে সাতটা নাগাদ বাইকে চেপে দুজন জিনিস কিনতে আসে দোকানে। একজন ফের বাইকে উঠে পড়ে। অন্যজন দোকান মালিককে সেপ্টিপিন দিতে বলে। দোকান মালিক সেপ্টিপিন বের করতেই আচমকা সে চড়াও হয় মহিলার উপর। গলার সোনার হার টান মেরে ছিঁড়ে নেয়। এরপর বাইকে করে পালায় দুই দুষ্কৃতী।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর দেওয়া হয় থানায়। পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। ৯ নম্বর রাজ্য সড়কের উপরে সিসি ক্যামেরা আছে। সেই ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের সনাক্ত করার কাজ চলছে। স্থানীয়দের অভিযোগ, সগরভাঙা কলোনি সংলগ্ন হাইস্কুলের কাছে রাস্তায় আলো নেই। অন্ধকারের জন্য দুষ্কৃতীদের অপরাধ করতে সুবিধা হচ্ছে। জানা গিয়েছে, ছিনতাই হওয়া প্রায় দশ গ্রাম সোনার হারের বর্তমান বাজার মূল্য প্রায় ৮০ হাজার টাকা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।