তীর্থে গিয়ে নিখোঁজ উত্তরবঙ্গের পৌঢ়ের খোঁজ মিলল কাঁকসার মলানদিঘিতে
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: তীর্থে গিয়ে নিখোঁজ উত্তরবঙ্গের পৌঢ়ের খোঁজ মিলল কাঁকসার মলানদিঘিতে। পাঁচ দিন আগে পরিবারের সদস্যদের সঙ্গে মায়াপুরে তীর্থ করতে যান উত্তরবঙ্গের ধুপগুড়ির ৬০ বছর বয়সী জগন্নাথ সরকার। সেখান থেকে নিখোঁজ হয়ে যান জগন্নাথবাবু। অনেক খোঁজাখুঁজির পরেও খোঁজ মেলেনি।
রবিবার সন্ধ্যায় কাঁকসার মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের রক্ষিতপুর সংলগ্ন জামডোবার একটি আশ্রমে মানসিক ভারসাম্যহীন ওই প্রৌঢ়কে ঘুরে বেড়াতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে কাঁকসার মলানদিঘি ফাঁড়ির পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করে। অজ্ঞাত পরিচয় পৌঢ়ের নাম ও পরিচয় জানতে পারে পুলিশ। তাঁকে উদ্ধার করে মলানদিঘি ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ।
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
মঙ্গলবার সকালে পরিবারের লোকজন মলানদিঘি ফাঁড়িতে পৌঁছায়। প্রৌঢ়কে সুস্থ অবস্থায় তুলে দেওয়া হয় পরিবারের হাতে। পরিবারের সবাই খুব খুশি। খুশি মানসিক ভারসাম্যহীন ওই প্রৌঢ়ও। প্রৌঢ়ের শ্যালক দেবাশীষ সরকার বলেন, “জামাইবাবুকে খুঁজে পেয়ে আমরা খুব খুশি। অনেক ধন্যবাদ পুলিশকে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।