দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২০ ফেব্রুয়ারি ২০২৪: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের ডিটিপিএস এলাকায় বিজেপি সাংসদ সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া ও বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইয়ের নামে ‘নিখোঁজ’ পোস্টার পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যদিও এর পিছনে তৃণমূলের হাত রয়েছে বলে দাবি করেছেন সাংসদ, বিধায়ক, দু’জনেই।
কিছুদিন আগে ডিএসপিতে পুনর্বাসন ছাড়া উচ্ছেদ হলে তিনি বুলডোজারের সামনে দাঁড়াবেন বলে জানিয়েছিলেন বিজেপি সাংসদ। অথচ ডিটিপিএসের উচ্ছেদের বিরুদ্ধে আন্দোলনে তিনি কোথাও নেই। নেই বিধায়কও। ডিটিপিএস সংলগ্ন বস্তি এলাকার মঙ্গলবার সকালে তাঁদের নামে নিখোঁজ পোস্টার দেখা যায়।
বস্তিবাসী মিঠুন দাস অভিযোগ তোলেন, ডিটিপিএস কর্তৃপক্ষ তাঁদের হুমকি দিচ্ছেন বস্তি ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু সাংসদ, বিধায়ক কেউ তাঁদের পাশে নেই। বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই বলেন, “বেকার ছেলেদের টাকা দিয়ে এইসব কাজ করাচ্ছেন তৃণমূলের নেতারা।’’ সাংসদ ও তিনি সব সময় মানুষের পাশে থাকেন বলে দাবি করেন তিনি। সাংসদ বলেন, ‘‘রাজনৈতিক উদ্দেশ্যে তৃণমূলের মদতে পোস্টার দেওয়া হয়েছে। আমি সব সময় আছি। কেউ দেখতে না চাইলে কী করা যাবে!’’
বিজেপিকে কটাক্ষ করে জেলা তৃণমূলের সহ সভাপতি উত্তম মুখার্জি বলেন, “মানুষের পাশে ওঁরা থাকেন না। মানুষের সাথে যোগাযোগও রাখেন না। ভোটের সময় নানান প্রতিশ্রুতি দেন। কিন্তু ভোট পেরোলেই আর দেখা মেলে না। তাই মানুষ ওঁদের নিখোঁজ বলেছে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।