দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৩০ ডিসেম্বর ২০২৩: দলের সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডার কাছে বঙ্গ বিজেপির তরফে রাজ্যের ৪২টি আসনের খসড়া প্রার্থীতালিকা জমা দেওয়া হয়েছে বলে খবরে প্রকাশ। ওই খবর অনুযায়ী, সবচেয়ে বড় চমক হল, প্রথম বারের মতো প্রার্থী হচ্ছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। যদিও কিছুদিন আগে কলকাতায় শাহ-নাড্ডার উপস্থিতিতে কোর কমিটির বৈঠকে দেখা যায়নি তাঁকে।
অন্যদিকে দিলীপ ঘোষকে ভাবা হচ্ছে ডায়মন্ড হারবারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হিসাবে। যদিও মেদিনীপুর কেন্দ্র ছেড়ে যাওয়ার কোনও প্রশ্নই নেই বলে শুক্রবার জানিয়ে দিয়েছেন দিলীপ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
WhatsApp Group
Join Now