নতুন আদালত ভবনের কাজ কবে শেষ হবে? বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই চিঠি দিলেন বিধানসভার অধ্যক্ষকে

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের নতুন আদালত ভবনের কাজ কবে শেষ হবে? বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই চিঠি দিলেন বিধানসভার অধ্যক্ষকে। বর্তমানের ভগ্ন বাড়িতে যে কোনও সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। অথচ, নতুন ভবনের কাজ ৬ বছর পেরিয়ে যাওয়ার শেষ হল না।
প্রায় ৫০ বছরের পুরনো বাড়িতে চলছে দুর্গাপুর আদালত। ভবনের চাঙর ছেড়ে ছেড়ে পড়ছে। বেশ কয়েকবার আদালত ভবনের চাঙর মানুষজনের মাথায় ভেঙে পড়ার ঘটনাও ঘটেছে। সেই সব সমস্যা দূর করতে সাত বছর আগে শুরু হয় নতুন মডেল আদালত ভবন নির্মাণের কাজ। তবে এখনও সেই কাজ শেষ না হওয়ায় পুরোনো আদালত ভবনেই আতঙ্কের মধ্যে দিন কাটাতে হয় বিচারকদের, আইনজীবীদের এবং বিচারের আশায় আসা মানুষজনদের।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
কবে নতুন আদালত ভবনের কাজকর্ম শেষ হবে এই প্রশ্ন তুলে বিধানসভার অধ্যক্ষকে চিঠি দিয়েছেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘোরুই। তিনি চিঠিতে লিখেছেন, দুর্গাপুর মহকুমা আদালতের ভবন ভগ্নপ্রায়। আদালতে শৌচালয়,পানীয় জল, বসার জায়গা, পার্কিংয়ের সমস্যা রয়েছে। নতুন আদালত ভবনের কাজ চলছে দীর্ঘদিন থেকে। কবে কাজ শেষ হবে তা এখনও স্পষ্ট নয়। এই বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের সদুত্তর নেই। যে নতুন আদালত ভবন তৈরি হচ্ছে সেখানেও আইনজীবীদের বসার জায়গা নেই। পার্কিংয়ের জায়গাও নেই। দ্রুত সুরাহা করার আবেদন করেছেন তিনি।
বিজেপি বিধায়ক সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “এতদিন ধরে নতুন আদালত ভবনের কাজ চলছে। এখনও কেন শেষ হল না? বারবার নেতা-মন্ত্রীরা এসেছেন। বৈঠক করেছেন। কিন্তু অগ্রগতি হচ্ছে না। সেই জন্যই আমি বিধানসভার অধ্যক্ষকে লিখিত জানিয়েছি। আমি নিজে কথা বলেছি। সেই ভবনেই থাকা একাধিক সরকারি দফতর স্থানান্তরিত হয়েছে কিন্তু আদালত ভবন স্থানান্তরিত হয়নি। রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, মলয় ঘটক, বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীরা বড় বড় কথা বলেন। কিন্তু ওনারা কেন দেখছেন না? যে কোনও মুহূর্তে আদালত ভবন ভেঙ্গে পড়লে ক্ষতিপূরণ কে দেবে? রাজ্য সরকার উদাসীন। দ্রুত নতুন আদালত ভবনে কাজ শুরু হোক না হলে আমি আইনজীবীদের সঙ্গে নিয়ে আদালত ভবনের সামনে বিক্ষোভে নামব।”
দুর্গাপুর মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের সম্পাদক অনুপম মুখোপাধ্যায় বলেন, “নতুন আদালত ভবনের কাজ কবে শেষ হবে তা আমাদেরও জানা নেই। যদি বিধায়ক এই কথা বলে থাকেন তাহলে ঠিক কথাই বলেছেন। তবে, যেরকম আদালত ভবন হচ্ছে তা পশ্চিমবঙ্গে কেন, সারা ভারতবর্ষে নেই। এখন যে আদালত ভবনে আমাদের কাজকর্ম করতে হয় তা সত্যিই অনুপযুক্ত। আমরাও অনেকবার বলে এসেছি, দ্রুত নতুন আদালত ভবনের কাজ শেষের জন্য। সরকারি দফতরের ব্যবস্থাপনা ঠিক না থাকার জন্য এই কাজ হচ্ছে না বলে আমার মনে হয়।” পাল্টা সমালোচনায় সরব হয়ে জেলা তৃণমূলের সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, “নতুন আর্থিক বছর শুরু হলেই এই আদালত ভবনের কাজও শেষ হয়ে যাবে। তবে বিজেপির শুধু আন্দোলন করাই কাজ। কেন্দ্রীয় সরকারের একাধিক দফতরের অবস্থা বেহাল। সেখানে বিক্ষোভ করুন।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।