September 28, 2023

জয়েন্ট রিপ্লেসমেন্টে রোবোটিক সার্জারির জুড়ি নেই

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৪ জুন ২০২৩: অস্টিওআর্থারাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, ট্রমা বা অন্যান্য জয়েন্ট ডিজঅর্ডারের ফলে হাঁটু, নিতম্ব বা কাঁধের স্থায়ী সমস্যার সমাধানে জয়েন্ট রিপ্লেসমেন্ট করতে হয়। প্রথমে চিকিৎসক চেষ্টা করেন সার্জারি না করে কীভাবে সুরাহা করা যায়। সে জন্য জ্বালা বা প্রদাহ দূর করার ওষুধ, জয়েন্টে ইনজেকশন দেওয়া, ফিজিক্যাল থেরাপি, বাড়িতে নির্দিষ্ট ব্যায়াম করা প্রভৃতি প্রেসক্রাইব করে থাকেন। কিন্তু না সারলে শেষ উপায় হল জয়েন্ট রিপ্লেসমেন্ট। 

জয়েন্ট রিপ্লেসমেন্টের অত্যাধুনিক রোবোটিক সার্জারি করে থাকে চেন্নাইয়ের Apollo Institute of Robotic Surgery । সেখানকার চিকিৎসক ডাঃ বিজয় কিশোর রেড্ডি শুক্রবার দুর্গাপুরে জানান, প্রচলিত সার্জারির চেয়ে অনেক কম যন্ত্রণাদায়ক, দ্রুত নিরাময়ে সহায়ক, নিঁখুত সার্জারি সম্ভব এই পদ্ধতিতে। চার-পা যুক্ত সার্জিক্যাল রোবোটিক সিস্টেম সার্জারিতে নতুন দিগন্তের খোঁজ দিয়েছে। বিশেষ করে অর্থোপেডিক, ইউরোলজি, গাইনোকোলজি, কার্ডিয়াক, গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সার্জারি, ব্যারিয়াট্রিক্স এবং পেডিয়াট্রিক্সের ক্ষেত্রে খুব কার্যকরী। তাছাড়া প্রোস্টেট, কিডনি এবং মূত্রথলির ক্যান্সারের চিকিৎসার জন্য রোবোটিক সার্জারি রোগীদের জন্য অত্যন্ত উপকারী বলে প্রমাণিত হয়েছে।

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: