কম দামে টমেটো বিক্রি করবে মোদি সরকার

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১২ জুলাই ২০২৩: দেশজুড়ে সবজির দাম চড়া। টমেটো কোথাও কোথাও বিক্রি হচ্ছে কেজি প্রতি ১৫০-২৫০ টাকায়। টমেটোর (Tomato) দাম কমাতে কেন্দ্রের উপভোক্তা বিষয়ক দফতর জাতীয় কৃষি সমবায় বিপণন ফেডারেশন এবং জাতীয় সমবায় উপভোক্তা ফেডারেশনকে কৃষকদের কাছ থেকে সরাসরি টমেটো কিনে দেশের যে এলাকায় বেশি দামে টমেটো বিক্রি হচ্ছে, সেখানে বিক্রির ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে।
প্রসঙ্গত, দেশের সবথেকে বেশি টমেটো উৎপাদন হয় অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এবং মহারাষ্ট্রে। তাই ওই তিন রাজ্য থেকে টমেটো সংগ্রহ করে তা দেশের অন্যত্র পাঠানো হবে। বাজারে টমেটোর জোগান বাড়লেই দাম কমবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।