নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে উত্তরপ্রদেশের স্থলবন্দর উদ্বোধন করলেন মোদি

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১ জুন ২০২৩: উত্তরপ্রদেশের বাহরইচে অর্থাৎ ভারত-নেপাল সীমান্ত বরাবর উত্তরপ্রদেশের প্রথম স্থলবন্দর উদ্বোধন করলেন দুই প্রধানমন্ত্রী। আজ বৃহস্পতিবার নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল প্রচন্ড এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই স্থলবন্দরটির উদ্বোধন করেন।
স্থলবন্দরটি তৈরি করেছে ভারতের ল্যান্ড পোর্ট অথরিটি। খরচ হয়েছে প্রায় ২০০ কোটি টাকা। ভারত নেপাল আন্তর্জাতিক সীমান্তের দুই পাশে স্থাপন করা হয়েছে বেশ কয়েকটি চেকপোস্ট। একই ছাদের তলায় দুই দেশের শুল্ক, অভিবাসন ও অন্যান্য পরিষেবা বিভাগগুলি থাকবে। ফলে পণ্যবাহী ট্রাকগুলির আন্ত:সীমান্ত পরিবহন আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে।
দুই রাষ্ট্র প্রধানের মধ্যে এদিন অর্থনীতি, সীমান্ত সমস্যা, যোগাযোগ, বাণিজ্য প্রভৃতি নানা বিষয়ে আলোচনা হয়েছে। নেপালের প্রধানমন্ত্রী জানিয়েছেন, তিনি চান দুই দেশের সম্পর্ককে হিমালয়ের উচ্চতায় নিয়ে যেতে।উল্লেখ্য, গত ডিসেম্বর মাসেই নেপালের ক্ষমতায় এসেছে প্রচন্ড সরকার। প্রধানমন্ত্রীর চেয়ারে বসার পর এই প্রথম তিনি ভারত সফরে এসেছেন।