দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৩ আগস্ট ২০২৪: একটানা বৃষ্টিতে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে ডিভিসি ব্যারাজে অনেক বেড়ে গিয়েছে। তাই গতকাল থেকে ছাড়া শুরু হয়েছে। শনিবার সকালে প্রায় ৭০ হাজার কিউসেক জল ছাড়া হয়। তবে বিকেলে তা কমে প্রায় ৩০ হাজারে দাঁড়ায়। এদিকে মাইথন ও পাঞ্চেত থেকে প্রায় ১ লক্ষ কিউসেক জল ছাড়া হচ্ছে।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
সেই জল রবিবার সকাল নাগাদ এসে দুর্গাপুর ব্যারেজে পৌঁছাবে। ফলে দুর্গাপুর ব্যারাজ থেকে জল ছাড়ার পরিমাণ এক ধাক্কায় অনেকটা বেড়ে যাবে বলে সেচ দফতর সূত্রে জানা গিয়েছে। সেক্ষেত্রে এক লক্ষের বেশি কিউসেক জল ছাড়া হতে পারে। এর জেরে নিম্ন দামোদরে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। প্রশাসনের তরফে সব রকম সর্তকতা নেওয়া হচ্ছে। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।