দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৫ জুলাই ২০২৪: সোমবার পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরে ভগৎ সিং স্টেডিয়ামে বনমহোৎসবের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, পশ্চিম বর্ধমানের জেলাশাসক পন্নামবলাম এস, মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায়, প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ, দুর্গাপুর বন বিভাগের বনাধিকারিক সহ প্রশাসনিক আধিকারিকরা।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
এদিন ভগৎ সিং স্টেডিয়ামে ৫০টি বৃক্ষরোপন করা হয়। অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, “গাছের চারা দিচ্ছে দুর্গাপুর বনবিভাগ। কিন্তু গাছগুলি পরিচর্যা করবে দুর্গাপুর নগর নিগম। দুর্গাপুর নগর নিগমের ৪৩ টি ওয়ার্ডে এক হাজারের বেশি গাছ লাগানো হবে। ধাপে ধাপে আরও গাছ লাগানো হবে। সব মিলিয়ে দুর্গাপুরকে সবুজ করাই আমাদের লক্ষ্য।” (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।