মর্মান্তিক! একই কাপড়ে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী মা ও ছেলে

দুর্গাপুর দর্পণ, করিমপুর, ২৭ জুন ২০২৩: মঙ্গলবার ভয়াবহ ঘটনা ঘটেছে নদিয়ার (Nadia) করিমপুর থানার মহিষবাথানে। একই কাপড়ে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন মা ও ছেলে। মৃত মায়ের নাম রীতা মণ্ডল (৫৮) ও ছেলের নাম বিজয় মণ্ডল (৩৩)। পুলিশ দেহ দু’টি উদ্ধার করে। জানা গিয়েছে, বিজয় প্রায় তিন মাস ধরে মানসিক রোগে ভুগছিলেন। নানা জায়গায় চিকিৎসা করিয়েও ফল হয়নি। ছেলের অসুস্থতায় মা-ও খুব দুশ্চিন্তায় পড়ে যান।
বিজয়ের স্ত্রী সঙ্গীতা জানিয়েছেন, চৈত্র মাসে একদিন রাতে জমিতে সেচ দিতে যান বিজয়। কোনও কারণে খুব ভয় পেয়ে মানসিক রোগগ্রস্ত হয়ে পড়েন তিনি। খাওয়া-দাওয়া প্রায় ছেড়ে দেন। কথাবার্তাও বন্ধ করে দেন। বিজয়ের বাবা বিশ্বনাথ জানান, ছেলের অসুস্থতায় মা খুব ভেঙে পড়েছিলেন। বাড়িতে তখন কেউ ছিল না। সেই সময় দোতলার একটি ঘরে মা ও ছেলে আত্মঘাতী হন বলে মনে করা হচ্ছে।