পানাগড়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু, আশঙ্কাজনক ছেলে

দুর্গাপুর দর্পণ, পানাগড়, ২৪ জুন ২০২৩: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) পানাগড় স্টেশনে শনিবার সন্ধ্যায় ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। ট্রেনের ধাক্কায় মৃত্যু হল মায়ের। গুরুতর জখম ছেলে। পানাগড়ের ১০৩ নম্বর রেলগেট পেরোনোর সময় একটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় মায়ের।
আশঙ্কাজনক অবস্থায় ছেলেকে উদ্ধার করে পানাগড় গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে অন্যত্র স্থানান্তরের নির্দেশ দেন চিকিৎসক। কিন্তু হাসপাতালে অ্যাম্বুল্যান্স না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।