You are currently viewing ছেলের চিকিৎসা করাতে না পেরে পায়ে লোহার শিকল পরালেন মা

ছেলের চিকিৎসা করাতে না পেরে পায়ে লোহার শিকল পরালেন মা

দুর্গাপুর দর্পণ, হুগলি , ২৮ জুলাই ২০২৩: মানসিক ভারসাম্যহীন ছেলের চিকিৎসা করাতে না পেরে পায়ে লোহার শিকল পরালেন মা। ঘটনাটি ঘটেছে হুগলির (Hooghly) ব‍্যান্ডেলের পোলবা ব্লকের রাজহাট অঞ্চলের কাজিডাঙ্গা এলাকায়।

মানসিক ভারসাম্যহীন ব্যক্তির নাম কাজল পাল। বছর ৫০ এর কাজল ২০ বছর আগেও সুস্থ ছিলেন। বিয়ে হয়ছিল তাঁর। একটি সন্তানও হয়। ছেলের তিনবছর বয়সে কাজলের স্ত্রী সংসার ছেড়ে চলে যান। তারপরেই মানসিক অবসাদে ভুগতে শুরু করেন কাজল। কিছুদিন চিকিৎসা চললেও আর্থিক কারণে বেশিদিন চিকিৎসা চালাতে পারেননি কাজলের মা।

গত ১৫ বছর ধরেই এই একই অবস্থা ছেলের। কয়েক বছর আগে কাজল হারিয়ে যায়। পাঁচ বছর আগে নিজে থেকেই ফিরে আসেন বাড়িতে। এরপরই ছেলের পায়ে লোহার শিকল বেঁধে রেখেছেন মা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

 

 

 

Leave a Reply