You are currently viewing Durgapur : সকাল থেকে ডিএসপির গেটে চলছে তুমুল আন্দোলন

Durgapur : সকাল থেকে ডিএসপির গেটে চলছে তুমুল আন্দোলন

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৩ অক্টোবর ২০২৩: রেডিও ফ্রিকুয়েন্সি আইডেন্টিফিকেশন পদ্ধতিতে হাজিরা চালুর প্রক্রিয়া শুরু হয়েছে কারখানায়। কর্মীরা তা মানতে রাজি নন। বেশ কিছুদিন ধরে চলছে আন্দোলন। শুক্রবার পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman)  জেলার দুর্গাপুরের ডিএসপি কারখানার গেটের সামনে ফের বিক্ষোভে সামিল হল সিটু, আইএনটিইউসি, বিএমএস, আইএনটিটিইউসি, এআইটিইউসি, এআইইউটিইউসি, এইচএমএস। 

রেডিও ফ্রিকুয়েন্সি আইডেন্টিফিকেশন চালু করা হলে শ্রমিকদের যাবতীয় তথ্য বেসরকারি সংস্থার হাতে চলে যাবে। তা মেনে নেওয়া হবে না। এই দাবি তুলে শুক্রবার সকাল থেকে ডিএসপি গেটের সামনে শুরু হয় যৌথ আন্দোলন। শ্রমিক সংগঠনগুলির অভিযোগ,  পুজোর মুখে বোনাস দিতে টালবাহানা চলছে। ৩৯ মাসের এরিয়ার বকেয়া রয়েছে। বেতন চুক্তি বকেয়া হয়ে রয়েছে দীর্ঘদিন। অস্থায়ী শ্রমিকদের সম্মানজনক মজুরি দেওয়া হচ্ছে না। উপস্থিত ছিলেন সিটু নেতা বিশ্বরূপ ব্যানার্জি, আইএনটিটিউসি নেতা স্নেহাশীষ ঘোষ, বিএমএস নেতা অরূপ রায় প্রমুখ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply