You are currently viewing এবার ডিএসপিতে নারকেল ফাটিয়ে, ধুপ দিয়ে, ধানের চারা পুঁতে আন্দোলন

এবার ডিএসপিতে নারকেল ফাটিয়ে, ধুপ দিয়ে, ধানের চারা পুঁতে আন্দোলন

সনাতন গড়াই, দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২২ সেপ্টেম্বর ২০২৩: উপযুক্ত পুনর্বাসন ছাড়া একজনকেও উচ্ছেদ করা যাবে না। এই দাবিতে দীর্ঘদিন ধরেই মাঝে মাঝে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে দুর্গাপুর ইস্পাত কারখানার (ডিএসপি) নগর প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন ডিএসপি থেকে উচ্ছেদের নোটিশ পাওয়া বাসিন্দারা। এবার সেই বিক্ষোভে সামিল হল ভূমি রক্ষা কমিটি (পশ্চিম বর্ধমান)।

শুক্রবার  নগর প্রশাসনিক ভবনের গেটের সামনে নারকেল ফাটিয়ে, গেটে মালা পরিয়ে, ধুপ দিয়ে, ধানের চারা পুঁতে আন্দোলন করলেন কমিটির সদস্যরা। অবিলম্বে উচ্ছেদ নোটিস প্রত্যাহারের দাবিতে সরব হন আন্দোলনকারীরা। পদযাত্রা করে তাঁরা এখানে আসেন। অভিযোগ, গোপালমাঠ এলাকার ন’টি গ্রামের মানুষ দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষকে জমি দিয়েছিলেন। কিন্তু কোনও সুবিধা তো পাননি উল্টে নানা দিক থেকে তাঁরা আজ বঞ্চিত। তাঁরা জমির পাট্টা পাননি। দলিল নেই তাঁদের।

আরও পড়ুন- পুকুরে মাছ চাষ, পুকুর পাড়ে সবজি চাষ- কিন্তু শেষ পর্যন্ত হলটা কী?

অরাজনৈতিক সংগঠনের ব্যানারে দুর্গাপুর ভূমি রক্ষা কমিটির সদস্যদের বিক্ষোভের জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ডিএসপি টাউনশিপে। পুলিশের বিশাল বাহিনী হাজির ছিল ঘটনাস্থলে। প্রসঙ্গত, দিন কয়েক আগে তামলা এলাকায় ডিএসপি কর্তৃপক্ষ সীমানা পাঁচিল দেওয়ার জন্য ভূমি পুজো করতে গিয়ে স্থানীয় জনতার ব্যাপক বিক্ষোভের মুখে পড়েন। রাস্তা অবরোধ হয়। সিআইএসএফ জওয়ানদের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ওঠে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

 

Leave a Reply