![road1](https://i0.wp.com/durgapur24x7.com/wp-content/uploads/2024/02/road1.jpeg?fit=1024%2C1024&ssl=1)
জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং প্রশাসনিক আধিকারিকদের একাধিকবার জানানো সত্বেও লাভ হচ্ছে না। সবাই আমাদের ছাগলের তিন নম্বর বাচ্চা ভাবছেন।
——————————————-
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১ ফেব্রুয়ারি ২০২৪: খানা খন্দে ভর্তি। সঙ্গে প্যাচপ্যাচে কাদা। কঙ্কালসার অবস্থা ১৯নং জাতীয় সড়কের সার্ভিস রোডের। ঘটছে দুর্ঘটনা। কোনও হেলদোল নেই প্রশাসনের। বৃহস্পতিবার সকালে এই অভিযোগ তুলে ছাগল নিয়ে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের গোপালমাঠ থেকে কাদারোড যাওয়ার সার্ভিস রোড অবরোধে নামল ভূমি রক্ষা কমিটির নেতৃত্বে স্থানীয়রা।ছাগল নিয়ে ‘ছাগলের তিন নং বাচ্চা’ লিখে অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তাঁরা। বিক্ষোভের জেরে সার্ভিস রোডে বন্ধ হয়ে যায় যানচলাচল। ভূমি রক্ষা কমিটির সভাপতি ধ্রুবজ্যোতি মুখার্জি অভিযোগ করেন, “দীর্ঘদিন ধরে মরণ ফাঁদে পরিণত হয়েছে জাতীয় সড়কের সার্ভিস রোড। নিত্যদিন দুর্ঘটনার কবলে পড়ছেন বাসিন্দারা। বৃষ্টি হলে পুকুর না রাস্তা বোঝা দায়।’’
তিনি আরও বলেন, ‘‘জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং প্রশাসনিক আধিকারিকদের একাধিকবার জানানো সত্বেও লাভ হচ্ছে না। সবাই আমাদের ছাগলের ৩ নম্বর বাচ্চা ভাবছেন!’’ দ্রুত সংস্কার না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলে হুঁশিয়ারি দেন তিনি। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ। পুলিশের সঙ্গে শুরু হয় বচসা। প্রায় এক ঘণ্টা পর পুলিশের আশ্বাসে শেষ পর্যন্ত অবরোধ ওঠে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।