You are currently viewing ‘সাংসদের দেখা মেলে না’, পোস্টার দুর্গাপুর আদালত জুড়ে

‘সাংসদের দেখা মেলে না’, পোস্টার দুর্গাপুর আদালত জুড়ে

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৩ সেপ্টেম্বর ২০২৩: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের আদালত ও মহকুমাশাসকের কার্যালয় চত্বর জুড়ে পোস্টার পড়েছে। পোস্টারে লেখা অনেক কিছুই। যার সার কথা, বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি সাংসদ সুরেন্দ্র সিং আলুওয়ালিয়ার দেখা পান না দুর্গাপুরবাসী। যা নিয়ে শুরু হয়েছে বেজায় রাজনৈতিক তরজা।

তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, ‘‘উনি আগের বার দার্জিলিং থেকে জিতেছিলেন। তারপরে আর দার্জিলিংয়ে তাঁর দেখা পাওয়া যায়নি। উনি দুর্গাপুর শিল্প আনতে পারেননি। সাংসদ কোটার অর্থে উন্নয়ন করতে পারেননি। পরের ভোটে দুর্গাপুরবাসী তাঁকে সরিয়ে দেবেন।’’ বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া সাতবারের সাংসদ। দেশের বিভিন্ন জায়গা থেকে তিনি নির্বাচিত হয়েছেন। সিসিটিভি খতিয়ে দেখা হোক, রাতের অন্ধকারে কারা এই সব পোস্টার দিয়েছে।’’ (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply