September 29, 2023

দুর্গাপুরে বন্দে ভারতের স্টপেজ চাই, রেলমন্ত্রীর কাছে দাবি জানালেন সাংসদ

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৭ আগস্ট ২০২৩: শনিবার দুর্গাপুর, আসানসোল হয়ে হাওড়া-পাটনা বন্দে ভারত এক্সপ্রেস (Howrah Patna Vande Bharat Express) এর ট্রায়াল রান হয়েছে। এদিন পশ্চিমবঙ্গে একমাত্র আসানসোলে (Asansole) ট্রেনটি থামে। পাটনা থেকে ট্রেনটি সকাল আটটায় রওনা দেয়। আসানসোলে পৌছায় দুপুর সোয়া ১২টা নাগাদ।

এরপর দুপুর আড়াইটায় ট্রেনটি হাওড়া পৌঁছায়। অন্যদিকে, হাওড়া থেকে ট্রেনটি ছাড়ে বিকাল ৩:৫৫ নাগাদ। আসানসোলে আসে প্রায় সন্ধ্যা ৬টা নাগাদ। রাত সাড়ে ১০টার পরে ট্রেনটি পাটনা পৌঁছায়। শিল্পাঞ্চলে দুর্গাপুর (Durgapur) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন। অথচ এই স্টেশনে বন্দে ভারত থামবে না বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ বিষয়টি নিয়ে সরব হয়েছেন। তিনি জানিয়েছে, দুর্গাপুরে ট্রেনটি স্টপেজ দিলে দুর্গাপুর শিল্পাঞ্চলের পাশাপাশি বাঁকুড়া জেলার যাত্রীদেরও সুবিধা হবে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে তিনি এ’বিষয়ে স্মারকলিপি দিয়েছেন বলে জানিয়ছেন সাংসদ।

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: