দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৮ জুলাই ২০২৪: বর্ধমান-দুর্গাপুর সংসদীয় ক্ষেত্রের উপর দিয়ে যাওয়া ১৯ নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোড নিয়ে মানুষের বিস্তর অভিযোগ। সার্ভিস রোডে কোথাও বড় বড় গর্ত। বর্ষার জল জমে যা কার্যত ছোট ডোবার রূপ নিয়েছে। কোথাও আবার জঙ্গলে ঢেকে গিয়েছে সার্ভিস রোডের অংশ বিশেষ। কোথাও আবার সার্ভিস রোড বলে কোনও বস্তুই নেই। বেহাল সার্ভিস রোডের জেরে দুর্ঘটনায় পড়ে প্রাণহানির ঘটনাও ঘটছে বলে অভিযোগ। বার বার বিক্ষোভ দেখিয়েও ফল মেলেনি।
এমন নানা অভিযোগ নিয়ে সোমবার পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের সার্কিট হাউসে জাতীয় সড়ক কর্তৃপক্ষকে (এনএইচএআই) বৈঠকে ডাকেন সাংসদ কীর্তি আজাদ। সেখানে এক এক করে জায়গা ধরে ধরে সার্ভিস রোডের পরিস্থিতি সম্পর্কে এনএইচএআই এর আধিকারিকদের অবহিত করেন। দুর্গাপুরের ডিভিসি মোড়ের উড়ালপুল দেখে অন্ধকার গুহা কি না তা বোঝা দায়, একথাও সাংসদ জানান এনএইচএআই এর আধিকারিকদের।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
বৈঠকে উপস্থিত ছিলেন এনএইচএআই এর প্রজেক্ট ম্যানেজার সহ ইঞ্জিনিয়াররা। এদিন তাঁদের রীতিমতো ‘ক্লাস’ নিলেন সাংসদ। কী কারণে সার্ভিস রোড সংস্কার হচ্ছে না, কোথায় কী সমস্যা রয়েছে, এখনও দুর্গাপুরের ডিভিসি মোড়ের নিচে উড়ালপুলের রাস্তা কেন চালু হল না, এমন সব প্রশ্ন করেন তিনি। এনএইচএআই এর দেওয়া কৈফিয়ত নথিভুক্ত করেন খাতায়। সাংসদ বলেন,”এনএইচএআই এর আধিকারিকরা জানান, ডিজাইন হয়ে গিয়েছে। আজ বৈঠক করলাম ইঞ্জিনিয়ারদের এবং আধিকারিকদের নিয়ে। সাধারণ মানুষের সমস্যা যাতে না হয় সেইদিকে নজর রেখে কাজ করার পরামর্শ দিলাম।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।