৩০ লক্ষ টাকায় ২৫১টি সিসি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করছেন সাংসদ কীর্তি আজাদ

সনাতন গড়াই, দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর, কাঁকসা ও পূর্ব বর্ধমান জেলার (Purba Bardhaman) বুদবুদ থানা এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে বর্ধমান-দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ বিভিন্ন জায়গায় মোট ২৫১টি সিসি ক্যামেরা লাগানোর উদ্যোগ নিয়েছেন। সেজন্য তাঁর সাংসদ তহবিল থেকে মোট ৩০ লক্ষ টাকা বরাদ্দ করেছেন তিনি। এর ফলে পুলিশের তদন্ত কাজে সুবিধা হবে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার সুনীল চৌধুরী।
শনিবার দুপুরে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার (পূর্ব) অফিসে সাংবাদিক বৈঠক করেন কমিশনার সুনীল চৌধুরী এবং সাংসদ কীর্তি আজাদ। কমিশনার সুনীল চৌধুরী বলেন, “দুর্গাপুরের ৭৮ টি জায়গায় ২৫১টি সিসি ক্যামেরা লাগানো হবে। এখন পর্যন্ত আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকায় প্রায় ১হাজার ক্যামেরা লাগানো হয়েছে। তার মধ্যে দুর্গাপুর মহকুমাতে প্রায় ৬০০ ক্যামেরা রয়েছে।”
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
পুলিশ কমিশনার আরও জানান, দুর্গাপুরে একটি সিসিটিভি কন্ট্রোলরুম তৈরি করা হচ্ছে। সেখানে দিনভর লাইভ ফিড দেখতে পাওয়া যাবে। এর ফলে সাধারণ মানুষের নিরাপত্তার অনেক সুবিধা হবে। সাংসদ কীর্তি আজাদ বলেন, “আমার দাদা ১৯৭৫ সালের মধ্যপ্রদেশে ক্যাডারের আইপিএস অফিসার ছিলেন। তাঁর কাছে পুলিশের অনেক গল্প শুনেছি। আজ আমি দুর্গাপুরে পুলিশের পাশে দাঁড়াতে পেরে গর্ব অনুভব করছি।” জানা গিয়েছে, দুর্গাপুর থানা এলাকায় ৮০টি, কোকআভেন থানায় ৬৭টি, নিউ টাউনশিপ থানায় ৩০টি, কাঁকসা থানায় ৬২টি, বুদবুদ থানায় ১২টি ক্যামেরা লাগানো হবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

