![mukesh ambani](https://i0.wp.com/durgapur24x7.com/wp-content/uploads/2024/07/WhatsApp-Image-2024-07-05-at-09.59.33.jpeg?fit=816%2C556&ssl=1)
দুর্গাপুর দর্পণ, ৫ জুলাই ২০২৪: মুকেশ আম্বানি (Mukesh Ambani) আচমকা দুপুরে পৌঁছে গেলেন দিল্লির ১০ জনপথে সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) বাড়িতে। হঠাৎ রিলায়েন্স কর্তা কেন সোনিয়ার বাসভবনে তা নিয়ে জোর চর্চা শুরু হয়ে যায়। সূত্রের খবর, সোনিয়াকে ছেলের বিয়ের নিমন্ত্রণ করতে গিয়েছিলেন মুকেশ। সোনিয়ার হাতে তিনি নিমন্ত্রণের কার্ড তুলে দেন। আগামী ১২ জুলাই মুম্বইতে জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বিয়ে হবে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের।
#WATCH | Delhi: Industrialist Mukesh Ambani leaves from 10 Janpath (the residence of Congress Parliamentary Party Chairperson Sonia Gandhi).
— ANI (@ANI) July 4, 2024
As per sources, he has presented Sonia Gandhi, an invitation card to the wedding of his son Anant Ambani. pic.twitter.com/tycvHQzNr0
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।