
দুর্গাপুর দর্পণ, ২ জুলাই ২০২৪: ছেলে অনন্তের বিয়ের আগে মহারাষ্ট্রের (Maharashtra) পালগড়ে দরিদ্র যুবক-যুবতীদের গণবিবাহের আয়োজন করেছিলেন মুকেশ আম্বানি (Mukesh Ambani) ও নীতা আম্বানি (Nita Ambani)। সেখানে প্রত্যেক নবদম্পতিকে সোনার মঙ্গলসূত্র, বিয়ের আংটি, নথ, রুপোর নুপূর, চুটকি, নববধূর হাতে ১.০১ লক্ষ টাকার ‘স্ত্রীধন’ দেওয়া হয়।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
এছাড়া সংসার পাততে যাতে কোনও অসুবিধা না হয় সেজন্য বাসনপত্র, গ্যাস স্টোভ, মুদি সামগ্রী, মিক্সার, ফ্যান, গদি, বালিশ প্রভৃতি উপহার দেওয়া হয়। এছাড়া বিশাল নৈশভোজেরও আয়োজন করা হয়েছিল। প্রসঙ্গত, আগামী ১২ জুলাই মুম্বইতে জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে আম্বানিপুত্রের বিয়ের আসর বসবে। হিন্দু বৈদিক মতে গাঁটছড়া বাঁধবেন অনন্ত (Anant Ambani)-রাধিকা (Radhika Merchant)। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।