চোরাই মোবাইল বিক্রির টাকা নিয়ে বিবাদের জেরে খুন ভাগচাষী! গ্রেফতার যুবক

দুর্গাপুর: চোরাই মোবাইল বিক্রির টাকা নিয়ে বিবাদের জেরে খুন ভাগচাষী! গ্রেফতার অভিযুক্ত যুবক। রবিবার সন্ধ্যায় কাঁকসার নয়া কাঞ্চনপুরে চাষের জমি থেকে গলায় ধানের গোছা প্যাঁচিনো দেহ উদ্ধার হয় নিখোঁজ নিখোঁজ ভাগচাষী চন্দ্রশেখর মন্ডলের। উদ্ধার হয় জোড়া চপ্পল। তদন্তে নামে কাঁকসার মলানদিঘী ফাঁড়ির পুলিশ। বুধবার রাতে গ্রেফতার করা হয় গ্রামের যুবক রাজীব ওরফে রাহুল হাঁড়িকে।
পুলিশ জানতে পারে, কয়েকদিন আগে এলাকারই উত্তম হাঁড়ি নামের এক ব্যক্তির বাড়ি থেকে মোবাইল চুরি করে চন্দ্রশেখর। সেই মোবাইল দু’হাজার টাকার বিনিময়ে এলাকার যুবক রাজীবকে বিক্রি করে। শুক্রবার সেই কথা জানাজানি হয়ে যায়। তখন মোবাইলের মালিক উত্তম, রাজীবের কাছ থেকে মোবাইলটি নিয়ে নেয়। রাজীব তখন চন্দ্রশেখরের কাছ থেকে দুই হাজার টাকা ফেরত চায়।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
টাকা ফেরত দিতে না চাওয়ার জন্যই মঙ্গলবার সন্ধ্যায় নয়া কাঞ্চনপুরের ধান চাষের জমি সংলগ্ন রাস্তাতে দু’জনের বচসা থেকে হাতাহাতি শুরু হয়ে যায়। তখনই ধানের গোছা চন্দ্রশেখরের গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে চন্দ্রশেখরকে খুন করে রাজীব। তারপর দেহ ফেলে দেওয়া হয় ধান চাষের জমিতে। তাড়াহুড়োয় ভুল করে রাজীব জোড়া চপ্পল সেখানেই ফেলে পালিয়ে যায়। রবিবার সন্ধ্যায় দেহ উদ্ধার হয়। পড়ে থাকা জোড়া চপ্পল কার সেই খোঁজ শুরু করে পুলিশ। তদন্তের ভিত্তিতে বুধবার রাতে রাজীবকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার ধৃতকে দুর্গাপুর আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।