মুর্শিদাবাদে নৃশংস তিন খুনের শাস্তি ফাঁসি

দুর্গাপুর দর্পণ, মুর্শিদাবাদ, ২৪ আগস্ট ২০২৩: মুর্শিদাবাদের (Murshidabad) জিয়াগঞ্জে ২০১৯ সালের ৮ অক্টোবর দুর্গা পুজোর দশমীর দিন নিজের বাড়িতেই নৃশংসভাবে খুন হন প্রাথমিক শিক্ষক বন্ধুপ্রকাশ পাল, তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী বিউটি পাল ও ছ’বছরের ছেলে আর্য পাল। গ্রেফতার করা হয় অভিযুক্ত উৎপল বেহেরাকে।
মঙ্গলবার এই খুনের ঘটনায় অভিযুক্ত উৎপল বেহেরাকে বহরমপুর জেলা জজ আদালতের বিচারক সন্তোষ কুমার পাঠক দোষী সাব্যস্ত করেন। বৃহস্পতিবার তার ফাঁসির সাজা ঘোষণা করেন বিচারক। পুলিশ তদন্তে নেমে জানতে পারে অভিযুক্ত উৎপল বেহেরার বিমার টাকা জমা দেননি স্কুল শিক্ষক বন্ধুপ্রকাশ পাল। টাকা ফেরত না পেয়ে রাগেই সপরিবার বন্ধুপ্রকাশকে খুন করে উৎপল।
সরকারি আইনজীবি বিভাস চট্টোপাধ্যায় বলেন, এই মামলায় সারা ভারতবর্ষে প্রথমবার ‘রাইট ব্লকার’ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যাতে কোনও ইলেকট্রনিক্স প্রমাণ পরিবর্তন করা সম্ভব হয় না। রাইট ব্লকারের মাধ্যমে সমস্ত সিসিটিভি ফুটেজ বিচারককে দেখানো হয়েছে। খুনে যে ধারালো হাঁসুয়া ব্যবহার করা হয়েছিল, তাতে উৎপল বেহেরার আঙুলের ছাপ ফরেন্সিক রিপোর্টে পাওয়া গিয়েছে। এ ছাড়াও খুনের ঘটনার পর উৎপল বেহেরাকে বন্ধুপ্রকাশ পালের বাড়ি থেকে পালিয়ে যেতে দেখেছিলেন দু’জন। তাঁদের সহ মোট ৪২ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।