
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৩১ মার্চ ২০২৪: ‘মিউজিক ২০০০’ সংস্থার ২৫ বছর পূর্তি উপলক্ষে রাজ্য জুড়ে রবীন্দ্রসঙ্গীত সম্মেলেন আয়োজন করেছে। ৩০ মার্চ প্রথম সম্মেলনটি অনুষ্ঠিত হল পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের নেতাজি ভবন প্রেক্ষাগৃহে। কলকাতা ও দুর্গাপুরের মোট ১৫ জন শিল্পী একক সঙ্গীত পরিবেশন করেন।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466 )
শিল্পীদের মধ্যে ছিলেন পূবালী মুখোপাধ্যায়, স্বরূপ পাল, সুছন্দা ঘোষ, ঋতুকণা ভৌমিক, মালা দেব বর্মন, আনন্দিতা রায়, প্রণব মুখোপাধ্যায়, লোপামুদ্রা মুখোপাধ্যায়, কাকলি চৌধুরী, সুমন চট্টোপাধ্যায়, নৈঋতা করন, অনু্রূপা আশ, দীনবন্ধু বালিয়াল, স্বরলিপি রায়চৌধুরী প্রমুখ। সম্মেলক সঙ্গীত পরিবেশন করেন দুর্গাপুর রম্যবীণা, সুর পরিষদ মিউজিক্যাল একাডেমি, সঙ্গীতায়ন ও মোহর সংস্থার শিল্পীরা। সমবেত আবৃত্তি অনুষ্ঠানে অংশ নেন স্বপ্ন ছন্দম, নৃত্যাবৃতি বাতায়ন এবং আবৃত্তি বাতায়ন এর শিল্পীরা।
এছাড়াও ছিল রবীন্দ্রসঙ্গীত সহযোগে নৃত্যানুষ্ঠান। পরিবেশনায় ছিলেন দুর্গাপুর ব্যালে ট্রুপ, কলানন্দম্, বি-এস একাডেমি প্রভৃতি সংস্থার শিল্পীরা। মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত, মিউজিক ২০০০ এর কর্ণধার স্বরূপ পাল, স্বাতী পাল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিপ্লব মুখোপাধ্যায় এবং সাধনা রায়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)