দুর্গাপুর: প্রয়াত শিল্পী মহম্মদ রফির জন্মশতবর্ষ উপলক্ষে সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হল দুর্গাপুরে। দুর্গাপুর মহম্মদ রফি ফ্যান ক্লাবের সদস্যবৃন্দ এই অনুষ্ঠানের আয়োজন করেন ২৪ ডিসেম্বর সন্ধ্যায় ডিএসপি টাউনশিপের মার্কনি অ্যাভিনিউয়ের স্বপন ব্যানার্জি স্মৃতি মঞ্চে। অনুষ্ঠান শুরু হয় মহম্মদ রফির প্রতিকৃতিতে মাল্যদান এবং মঙ্গলদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে। অংশ নেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত, প্রাক্তন কাউন্সিলর অমিতাভ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা। উপস্থিত বিশিষ্টজনদের সংবর্ধনা প্রদান করা হয়।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
ওই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন প্রসেনজিৎ চক্রবর্তী, দেবাশীষ চৌধুরী, মিলি পান্ডা, সৌমেন ভট্টাচার্য, ডোনা মজুমদার, হৈমন্তী ব্যানার্জি, অনিন্দ্য মিত্র, আনন্দ গড়াই, শিবানী মুখার্জি, সায়ন ধীবর প্রমুখ। যন্ত্রসঙ্গীতে ব্যান্ড মিউজিক পয়েন্ট এর তুষার মুখার্জি, প্রদীপ মাঝি, জয়ন্ত ভট্টাচার্য, সুদীপ দাস, দীপায়ন দাস, সুরজিৎ মুখার্জি, অনন্যা মুখার্জি প্রমুখ অনবদ্য সহযোগিতা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শাহ খান (কলকাতা) এবং সুমনা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।