বীরভূমের জয়দেব বিল্লমঙ্গল ধামে সঙ্গীতসন্ধ্যা
দুর্গাপুর: মকরসংক্রান্তি উপলক্ষ্যে বীরভূমের জয়দেব বিল্লমঙ্গল ধামে সঙ্গীতসন্ধ্যা অনুষ্ঠিত হয়। ১৭ জানুয়ারি সন্ধ্যায় আয়োজিত ওই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সৌমী বন্দ্যোপাধ্যায়, সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় ও শুভম চক্রবর্তী। শিল্পীদের সঙ্গে যন্ত্রসঙ্গীত সহযোগিতায় ছিলেন নীলোৎপল বাবুসোনা পরিচালিত মিউজিক্যাল ব্যান্ডের সদস্যবৃন্দ।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )।

বীরভূমের জয়দেব বিল্লমঙ্গল ধামে সঙ্গীতসন্ধ্যা
মকরসংক্রান্তি উপলক্ষ্যে বীরভূমের জয়দেব বিল্লমঙ্গল ধামে সঙ্গীতসন্ধ্যা অনুষ্ঠিত হয়। ১৭ জানুয়ারি সন্ধ্যায় আয়োজিত ওই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সৌমী বন্দ্যোপাধ্যায়, সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় ও শুভম চক্রবর্তী।
Published By
Arpita Majumder
Durgapur Darpan


