দুর্গাপুর: শান্তিনিকেতনে ‘মিউজিক ফর হারমনি’ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। নোবেল আর্ট ডকুমেন্টেশন অ্যান্ড ডেভলপমেন্ট ফাউন্ডেশন এর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ১৭ নভেম্বর সন্ধ্যায়, শান্তিনিকেতনের ‘সৃজনী’ শিল্পগ্রামের মঞ্চে। অনুষ্ঠানে বাঁশিতে শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করেন পন্ডিত চেতন যোগী। তাঁকে তবলায় সহযোগিতা করেন পন্ডিত দুর্জয় ভৌমিক।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
এরপরে রবীন্দ্রসঙ্গীত শিল্পী তথা সাহিত্যিক সমরেশ বসুর কন্যা বুলবুল বসুকে বিশেষভাবে সম্মানিত করা হয়। রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুস্মি সরেনের গাওয়া রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠানকে অন্য মাত্রা এনে দেয়। সবশেষে এষা বন্দ্যোপাধ্যায় শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করেন। তাঁর সঙ্গে তবলা ও হারমোনিয়াম সহযোগিতায় ছিলেন যথাক্রমে পন্ডিত পরিমল চক্রবর্তী ও ড. কমলাক্ষ মুখোপাধ্যায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ড. পার্থ বসু। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।