দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২১ জুলাই ২০২৪: শনিবার সন্ধ্যায় পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে মনোজ্ঞ শাস্ত্রীয় ও উপ শাস্ত্রীয় সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়। দুর্গাপুরের ‘বীনকার সপ্তক মিউজিক্যাল একাডেমি’র উদ্যোগে এই সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। সারা দেশে অগ্রগণ্য উচ্চাঙ্গ এবং উপ শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী আচার্য জয়ন্ত বসু তাঁর কণ্ঠের জাদুতে উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করেন।
শিল্পীকে তবলায় সহযোগিতা করেন তবলা শিল্পী সৌমিত্রজিৎ চট্টোপাধ্যায়। এদিন শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করেন একাডেমির অধ্যক্ষ রাজা ওরফে সঞ্জীব ভট্টাচার্য্য। একাডেমির শিক্ষার্থীরা সমবেতভাবে তাঁর পরিচালনায় জয়ন্তবাবুর সৃষ্ট বিভিন্ন আঙ্গিকের চারটি গান পরিবেশন করেন। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।