ডিএসপি টাউনশিপের নেতাজী ভবন প্রেক্ষাগৃহে হল অনুষ্ঠান
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২২ জুলাই ২০২৪: পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান সঙ্গীতম এর ৫৫ তম বর্ষপূর্তি উপলক্ষ্যে ২১ জুলাই সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়। ডিএসপি টাউনশিপের নেতাজী ভবন প্রেক্ষাগৃহে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন সঙ্গীতমের অধ্যক্ষ এবং প্রতিষ্ঠাতা সঙ্গীত গুরু বিমল মিত্র, সমাজসেবী সুদেব রায়, রবীন্দ্র সঙ্গীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত, শিক্ষাব্রতী ড. দেবব্রত ঘোষ, ড. অরুণ উপাধ্যায় প্রমুখ।
সম্মেলক ও একক সঙ্গীত পরিবেশন করেন আগত শিল্পীরা। সঙ্গীত গুরু বিমল মিত্রেরর পরিচালনায় ‘মল্লার রাগমালা’য় সঙ্গীত পরিচালক ছাড়াও অংশ নেন মধুমিতা মিত্র এবং কণ্ঠ সহযোগিতায় ছিলেন গৌতম দত্ত এবং অন্যান্য শিল্পীরা। যন্ত্র সঙ্গীতে সহযোগিতা করেন হরিসাধন মুখোপাধ্যায় (তবলা), দেবাশীষ চট্টোপাধ্যায় (পাখোয়াজ), গৌতম দত্ত (হারমোনিয়াম), দেবাশীষ বিশ্বাস (বাঁশি) ও বিশ্বায়ন রায় (এসরাজ)।
এছাড়াও তুষার দত্তর শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীত, কৃষ্টি গোলদার (ভজন), সুপ্রভা রায় (রাগপ্রধান), দুই বোন নিবেদিতা ও নবনীতা (কণ্ঠসংগীত) এবং রঞ্জিত কুমার (হিন্দি ভাষায় বক্তব্য) উল্লেখযোগ্য। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মিতা চৌধুরী এবং দেবদাস সেন। অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয় নবীন শিল্পী জিতেন্দ্র কিশোর মিশ্র (বাঁশি) ও ড, মিতা সরকারকে (কন্ঠ)। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।