
দুর্গাপুর: গত ১৮ জানুয়ারি সন্ধ্যায় দুর্গাপুরের কুড়ুরিয়া ডাঙ্গায় চিত্তাকর্ষক এক সঙ্গীতের আসর বসে। বাগড়াই পুজো উপলক্ষ্যে আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত শ্রোতাদের মাতিয়ে রাখেন শিল্পী মনোজ গিরি, সৌমী বন্দ্যোপাধ্যায় ও প্রিয়াংশু। শিল্পীদের সঙ্গে যন্ত্রানুষঙ্গ সহযোগিতায় ছিলেন টিউন মিউজিক্যাল গ্রুপের সদস্যরা। ক্ষুদিরাম স্মৃতি সংঘ আয়োজিত ওই অনুষ্ঠানে এসেছিলেন স্থানীয় বহু মানুষজন।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )।
Highlight

News
কুড়ুরিয়া ডাঙ্গায় সঙ্গীতানুষ্ঠান
:
বাগড়াই পুজো উপলক্ষ্যে আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত শ্রোতাদের মাতিয়ে রাখেন শিল্পী মনোজ গিরি, সৌমী বন্দ্যোপাধ্যায় ও প্রিয়াংশু।
Published by
Arpita Majumder
Publisher
Durgapur Darpan
WhatsApp Group
Join Now