দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১১ জানুয়ারি ২০২৪: পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) হলদিয়ার দেভোগ গ্রামের যুবক পিকনিক করতে গিয়েছিল হলদিয়ার গান্ধীনগর এলাকায় বন্ধুদের ভাড়াবাড়িতে। সেই চারতলা বাড়ির নিচ থেকেই রক্তাক্ত দেহ উদ্ধার হল তার। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সৌমেন দাস (২১)। কাঁথির আইটিআই কলেজের ছাত্র ছিল সে। পুলিশ তার ৭ জন বন্ধুকে আটক করেছে। খুন, আত্মহত্যা না দুর্ঘটনা, খতিয়ে দেখছে পুলিশ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
WhatsApp Group
Join Now