পঞ্চায়েত ভোটের মুখে মহিলা সিপিএম প্রার্থীর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৫ জুলাই ২০২৩: পঞ্চায়েত নির্বাচনের (WB Panchayat Election 2023) মুখে রেললাইনের ধারে মিলল সিপিএম প্রার্থীর দেহ। হুগলির (Hooghly) আরামবাগের গৌড়হাটি ২ নম্বরের সিপিএম (CPM) প্রার্থী সুমিত্রা দাসের এমন রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। পুলিশ ঘটনার তদন্ত করছে।
জানা গিয়েছে, সুমিত্রা আরও কয়েকজনের সঙ্গে কাকদ্বীপ গিয়েছিলেন। সেখানে একজন তাঁকে বিয়ের প্রস্তাব দেন বলে জানা যায়। এদিকে সুমিত্রা বিবাহিতা, তাঁর ছেলে, মেয়ে রয়েছে। তিনি প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তাঁকে হেনস্থা করা হয়। এমনকি তাঁর জিনিসপত্রও আটকে রাখা হয়।
এর কিছুক্ষণ পরে তাঁর ফোন থেকে ফোন করে এক ব্যক্তি সুমিত্রার এক সঙ্গীকে জানান, সুমিত্রার মৃত্যু হয়েছে। সিপিএম খুনের অভিযোগ তুলছে। যদিও তৃণমূলের দাবি, এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।