September 29, 2023

ব্যারাকে পুলিশ আধিকারিকের রহস্য মৃত্যু

দুর্গাপুর দর্পণ, আউসগ্রাম, ১ জুন ২০২৩: পূর্ব বর্ধমান(Purba Bardhaman) জেলার আউসগ্রাম থানায় ব্যারাকের মধ্যেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন একজন সাব-ইন্সপেক্টর। বৃহস্পতিবার সকালে ব্যারাকে নিজের ঘরের মধ্যে সাব-ইন্সপেক্টর পুষ্পেন ঘোষকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁর সহকর্মীরা। এরপরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

জানা গিয়েছে, বুধবার রাতে নাইট ডিউটি করে ব্যারাকে ফিরেছিলেন পুষ্পেনবাবু। সকালেও থানায় ডিউটি ছিল তাঁর। কিন্তু নির্দিষ্ট সময় ডিউটিতে যোগ না দেওয়ায় খোঁজাখুঁজি শুরু হয়। ঘরের সামনে ডাকাডাকি করেও কোন সাড়াশব্দ পাননি সহকর্মীরা। সেই সময় ঘরের জানালায় উঁকি দিয়ে দেখা যায় তাঁর ঝুলন্ত দেহ। মৃতদেহটি বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক অনুমান হতাশায় আত্মঘাতী হয়েছেন ওই পুলিশকর্মী। যদিও সেই কারণটি স্পষ্ট নয়।

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: