Durgapur : চরম মর্মান্তিক ঘটনা! অগ্নিদগ্ধ হয়ে তিন ভাইবোনের রহস্য মৃত্যু

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৭ মে ২০২৩: চরম মর্মান্তিক ঘটনা! অগ্নিদগ্ধ হয়ে তিন ভাইবোনের রহস্য মৃত্যু। পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুর ফরিদপুর ব্লকের লস্করবাঁধের আদিবাসী পাড়ার ঘটনা। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটে। মৃত মঙ্গল সরেন (৩৩) লাউদোহা থানায় সিভিক ভলান্টিয়ার ছিলেন। এছাড়াও মারা গিয়েছেন তাঁর দিদি সুমি সরেন (৩৫) ও বোন সুকুমনি সরেন (২৮)।
সুকমনি কলকাতায় নার্সের চাকরি করতেন। স্থানীয় সূত্রে জানা যায়, সুকমনি সম্প্রতি ছুটিতে বাড়ি এসেছিলেন। শনিবার ভোরে প্রতিবেশীরা ঘরের ভিতরে অগ্নিদগ্ধ অবস্থায় তিন ভাই-বোনকে পড়ে থাকতে দেখেন। তিনজনকেই আনা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন। কীভাবে আগুন লাগল তা নিয়ে ধন্ধে রয়েছেন প্রতিবেশীরা। আচমকা এমন রহস্য মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।