
দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২০ ফেব্রুয়ারি ২০২৪: আদতে বাংলাদেশের (Bangladesh) নাগরিক। কিন্তু গত কয়েক বছর ধরে রয়েছেন নদিয়ার (Nadia) রানাঘাটে। সেই ঠিকানাতেই ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে ফেলেছেন! তবে ঢাকায় ভাইঝির বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েই ডেকে আনলেন বিপদ। ধরা পড়লেন অভিবাসন দফতরের হাতে।
রানাঘাটে থাকেন পৌঢ় দম্পতি সমরেন্দ্র ঘোষ ও অর্চনা ঘোষ। দু’জনেই ষাটোর্ধ। মৈত্রী এক্সপ্রেস (Moitree Express) ধরতে কলকাতা স্টেশনে যান তাঁরা। পাসপোর্ট পরীক্ষা করতে অভিবাসন দফতরের কর্মীরা দেখেন, তাঁদের কাছে বাংলাদেশের পাসপোর্ট রয়েছে। তাঁরা আসলে কুষ্ঠিয়ার কামারকালির বাসিন্দা। ২০১৭ সালে বাংলাদেশের ভিসা নিয়ে ভারতে আসেন তাঁরা।
দু’জনকেই বাংলাদেশের নাগরিক বলে চিহ্নিত করে রেল পুলিশকে খবর দেয় অভিবাসন দফতর। ওই দম্পতি রানাঘাটের ঠিকানার প্রমাণ হিসাবে নিজেদের ভোটার কার্ড, আধার কার্ড দেখান। কিন্তু তাঁদের অবৈধ প্রবেশকারী হিসাবে রেল পুলিশের হাতে তুলে দেওয়া হয়। রেল পুলিশ তাঁদের গ্রেফতার করে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।