বিশ্ব স্বাস্থ্য সংস্থার পূর্বাভাস অনুযায়ী ভবিষ্যতে নতুন নতুন রোগ আসার সম্ভাবনা রয়েছে। সেই সব রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত থাকতে হবে।
——————————————-
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৮ এপ্রিল ২০২৪: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের Dr. B. C. Roy College of Pharmacy and Allied Health Sciences (BCRCP) কলেজে অণু থেকে ওষুধ তৈরির নতুন দিগন্তের খোঁজে দুদিনের জাতীয় কর্মশালার আয়োজন করা হয়। গত ৫-৬ এপ্রিল Molecule to Medicine: Current and Future Research Methodology শীর্ষক ওই কর্মশালা আয়োজিত হয় কলেজের আচার্য প্রফুল্ল চন্দ্র সেমিনার হলে। মোট ২০টি ফার্মেসি কলেজ থেকে ২০২ জন প্রতিনিধি যোগ দিয়েছিলেন ওই কর্মশালায়।
কর্মশালার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, MAKAUT এর প্রাক্তন উপাচার্য তথা Dr. B. C. Roy Engineering College Group এর মুখ্য পরামর্শদাতা ডঃ সৈকত মৈত্র। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন Dr. B. C. Roy Society এর সভাপতি ডাঃ সত্যজিৎ বসু। এছাড়া ছিলেন Dr. B. C. Roy Society এর সাধারণ সম্পাদক তরুণ ভট্টাচার্য, BCRCP এর অধ্যক্ষ ডঃ সমীর কুমার সামন্ত, RxCella এর ডিরেক্টর বেদদ্যুতি চক্রবর্তী, পুণের Agharkar Research Institute এর বিজ্ঞানী ডঃ চিন্ময় পাত্র, TCG Life Science Pvt. Ltd এর গ্রুপ লিডার ডঃ পার্থ মুখার্জি সহ অন্যান্যরা।( Dr. BC Roy Engineering College & Group of Instutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। যোগাযোগ- 933927844, 9832131164, 9932245570, 9434250472)
কর্মশালার দ্বিতীয় দিন মুখ্য বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কলকাতার NIPER এর ডিরেক্টর অধ্যাপক ভি রবিচন্ডীরান এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের প্রধান অধ্যাপক সন্ময় কর্মকার। মোট ৬টি টেকনিক্যাল সেশনে ভাগ করা হয়েছিল কর্মশালাটিকে। অণু থেকে ওষুধ তৈরির বহুমুখী গবেষণা ও নতুন দিগন্তের খোঁজ নিয়ে আলোচনা হয়। পাশাপাশি, কলেজের পড়ুয়াদের নিয়ে এই বিষয়ে একটি পোস্টার প্রদর্শনীরও আয়োজন করা হয়।
ডঃ সৈকত মৈত্র তার উদ্বোধনী বক্তৃতায় বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পূর্বাভাস অনুযায়ী ভবিষ্যতে নতুন নতুন রোগ আসার সম্ভাবনা রয়েছে। সেই সব রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত থাকতে হবে। সেজন্য ওষুধ খাতে অত্যন্ত শক্তিশালী এবং সহযোগিতামূলক গবেষণা পদ্ধতি গড়ে তুলতে হবে। তাছাড়া ওষুধ তৈরির সময় এবং খরচ কমাতে AI এবং AGI কার্যকরভাবে ব্যবহার করার কথা ভাবতে হবে।
ডাঃ সত্যজিৎ বসু তাঁর বক্তৃতায় বলেন, লক্ষ্যমাত্রাভিত্তিক ওষুধের জন্য AI, ডেটা সায়েন্স, ন্যানো টেকনোলজি ব্যবহার করা উচিত। রোগের চিকিৎসায় ওষুধ আরও সুনির্দিষ্ট হওয়া উচিত। তিনি ন্যাচারোপ্যাথির উপর জোর দেন যেখানে মানুষের চিকিৎসায় কোনও ওষুধের প্রয়োজন হয় না। ফার্মেসিতে উপযুক্ত গবেষণা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতায় বদল নিয়ে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি। স্বাগত ভাষণ দেন কলেজের অধ্যক্ষ ডঃ সমীর কুমার সামন্ত। সব শেষে ধন্যবাদ জ্ঞাপক বক্তব্য রাখেন কলেজের অধ্যাপক ডঃ সৌভিক বসাক। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।