দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৬ জুলাই ২০২৪: আগামী আগস্টে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের সিটি সেন্টারের সিধু কানু ইন্ডোর স্টেডিয়ামে পূর্বাঞ্চল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিতহবে। তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। সেজন্য প্রতিযোগিতার জন্য বিচারক ও রেফারিদের প্যানেল তৈরি ও প্রশিক্ষণের কর্মসূচীর আয়োজন করা হয় রবিবার। জাতীয় ক্যারাটে ফেডারেশনের উদ্যোগে বেনাচিতির আনন্দধারা লজে এই শিবিরের আয়োজন করা হয়।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
ওই শিবিরে পশ্চিমবঙ্গ ছাড়াও বিহার ও ঝাড়খন্ডের মোট ১২০ জন কোচ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন জাতীয় ক্যারাটে ফেডারেশনের সম্পাদক মনোজ কুমার মিশ্র, সংগঠনের রাজ্য কর্তা তথা আহ্বায়ক গোপাল সরকার প্রমুখ। গোপাল সরকার বলেন, “দুর্গাপুরে জাতীয় স্তরের ক্যারাটে প্রতিযোগিতার আয়োজন করা হবে। সেজন্য প্রস্তুতি চলছে। প্রতিযোগিতার বিচারকদের নামের প্যানেল তৈরির জন্য শিবির করা হয়েছিল। তাঁদের প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়।” (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।