দুর্গাপুরের কোকওভেন থানা এলাকার ২৯ নম্বর ওয়ার্ডের এক অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে প্রতিবেশী লতিফুল শেখকে।
——————————————-
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৫ নভেম্বর ২০২৩: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের কোকওভেন থানা এলাকার ২৯ নম্বর ওয়ার্ডের এক অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে প্রতিবেশী লতিফুল শেখকে। ১০ দিনের পুলিশি হেফাজত চেয়ে বুধবার দুর্গাপুর আদালতে ধৃতকে পেশ করা হয়। বিচারক ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
ওই ছাত্রীর মায়ের অভিযোগ, প্রায় ১৫ দিন আগে তাঁর মেয়েকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে জোর করে পানীয় জলের সাথে কিছু মিশিয়ে খাইয়ে ধর্ষণ করে ওই ব্যক্তি। নাবালিকা ভয়ে বাড়িতে কিছু বলেনি। তবে সে পাড়া ছেড়ে ঠাকুমার বাড়ি চলে যায়। এরপর সোশ্যাল মিডিয়ায় ছবি দেখে তিনি প্রতিবেশীদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানতে পারেন।
তিনি জানান, মেয়েকে জিজ্ঞাসা করলে মেয়ে সব জানায়। তিনি তখন কোকওভেন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।ধর্ষণের মামলা রুজু করে ধৃতকে দুর্গাপুর আদালতে পেশ করে পুলিশ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।