মামিমাকে কুপ্রস্তাব ভাগ্নের! রাজি না হতেই অ্যাসিড আক্রমণ

দুর্গাপুর দর্পণ,পূর্ব বর্ধমান, ৩১ জুলাই ২০২৩: মামিমাকে কুপ্রস্তাব ভাগ্নের। রাজি না হয়ে প্রতিবাদ করায় মামিমার গায়ে অ্যাসিড ছুড়ল ভাগ্নে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) কেতুগ্রামের ঝামটপুর গ্রামে।
জানা গিয়েছে, ৪৭ বছরের ওই মহিলার স্বামী মেয়ের বাড়িতে গিয়েছিলেন। ঘর ফাঁকা ছিল। অভিযোগ,একলা থাকার সুযোগে অভিযুক্ত ভাগ্নে গোপাল দাস কুপ্রস্তাব দেয় মামীকে। অভব্য আচরণ করে। মহিলা চিৎকার করতেই প্রতিবেশীরা আসে। পালিয়ে যায় গোপাল। এরপর বাড়ি ফিরলে বিষয়টি স্বামীকে জানান মহিলা। তাঁরা গোপালের বাড়িতে গেলে গোপাল ও তার মা চন্দনা দাসের সঙ্গে ওদের বচসা বাঁধে। নির্যাতিতার দাবি, চন্দনা দাসের প্ররোচনায় গোপাল অ্যাসিডের বোতল বের করে তাঁর গায়ে ছিটিয়ে দেয়। মহিলা গুরুতর জখম হন। তাঁকে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবারই কেতুগ্রাম থানায় লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে।পুলিশ গোপাল দাস ও চন্দনা দাস দু’জনকেই গ্রেপ্তার করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।