
দুর্গাপুর: বাড়ির মন্দিরে ঠাকুরের মূর্তি নেই। রয়েছে আজাদ হিন্দ ফৌজের পোশাকে সজ্জিত নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তি। প্রতিদিন নেতাজির মূর্তি পুজো হয় দুর্গাপুরের ভিড়িঙ্গির দত্ত বাড়িতে। চন্দননগরের সুধাংশু শেখর দত্ত ছিলেন আজাদ হিন্দ ফৌজের সদস্য। নেতাজির ঘনিষ্ঠ ছিলেন তিনি। দেশ স্বাধীন হওয়ার পরে তিনি কর্মসূত্রে আসেন দুর্গাপুরে। ভিড়িঙ্গিতে বাড়ি নির্মাণ করেন। সেই বাড়িতেই ১৯৬৭ সালে শুরু করেন নেতাজি পুজো।
তিনি বিয়ে করেননি। পাশের বাড়িতে থাকতেন বন্ধু। সেই বন্ধুর মেয়ে বনশ্রীকে নিজের মেয়ে হিসাবে দেখতেন। তাঁর মৃত্যুর পরে পুজোর দায়িত্ব নেন বনশ্রীদেবী ও তাঁর পরিবার। তাঁরা থাকেন সুধাংশুশেখরবাবুর বাড়িতেই। সারা বছর নেতাজির নিত্য পুজো হয়। জন্মদিনে হয় বিশেষ পুজো। বুধবার থেকে প্রস্তুতি শুরু হয়। ফুল মালা দিয়ে সাজিয়ে তোলা হয় নেতাজির মূর্তি। বৃহস্পতিবার ধূপ জ্বেলে, নৈবেদ্য সাজিয়ে পুজো হয়।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
অবসরপ্রাপ্ত শিক্ষিকা বনশ্রীদেবী জানান, সুধাংশুশেখর আজাদ হিন্দ ফৌজের উঁচু পদে ছিলেন। ‘ভারত সূর্য’ নামে নেতাজির উপরে তিনি বই লিখেছেন। সেখানে নেতাজি সম্পর্কে অনেক অজানা কথা রয়েছে। তিনি বলেন, “সুধাংশুশেখরবাবু কার্যত সন্ন্যাসীর জীবন যাপন করতেন। আমরা তাঁর দেখানো পথেই এগিয়ে চলেছি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
