বিজেপি ছাড়লেন নেতাজির প্রপৌত্র চন্দ্র বসু

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৬ সেপ্টেম্বর ২০২৩: নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhas Chandra Bose) প্রপৌত্র চন্দ্র বসু (Chandra Bose) বিজেপি ছেড়ে দিলেন। ২০১৬ সালে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। দু’বার বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন। বুধবার দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে চিঠি দিয়ে দল ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়ে দেন তিনি।তাঁর অভিযোগ, নেতাজির স্বপ্ন পূরণের আশা নিয়ে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। কিন্তু দল সেই আশা পূরণ করতে পারেনি। তিনি জানান, এমন কি নেতাজির আদর্শ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিজেপির মধ্যে আজাদ হিন্দ মোর্চা শুরু করার কথা ছিল। তাও হয়নি।