ডঃ বি. সি. রায় ইঞ্জিনিয়ারিং কলেজের মুকুটে যুক্ত হল আরও একটি গৌরবোজ্জ্বল পালক

ডঃ বি. সি. রায় ইঞ্জিনিয়ারিং কলেজের মুকুটে যুক্ত হল আরও একটি গৌরবোজ্জ্বল পালক
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) দুর্গাপুরের ফুলঝোড়ের ডঃ বি.সি. রায় ইঞ্জিনিয়ারিং কলেজে থ্রি ডি প্রিন্টিং এবং অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং টেকনোলজি বিষয়ক গবেষণাগারের উদ্বোধন করা হল বুধবার। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রকের অধীন সেন্টার ফর ডেভলপমেন্ট অফ অ্যাডভ্যান্সড কম্পিউটিং (C-DAC) এর উদ্যোগে কলেজে এই গবেষণাগারগুলি গড়ে উঠেছে। উদ্বোধন করেন মৌলানা আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ইনফর্মেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজি-র ডিরেক্টর অধ্যাপক নবারুণ ভট্টাচার্য। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডঃ পার্থ প্রতিম লাহিড়ী, C-DAC এর কলকাতা কার্য্যালয়ের চিফ ইনভেস্টিগেটর অসিত কুমার সিং, কলেজ সোসাইটির প্রধান উপদেষ্টা অধ্যাপক সৈকত মৈত্র, সাধারণ সম্পাদক তরুণ ভট্টাচার্য, কোষাধ্যক্ষ জার্নেল সিং এবং কলেজের অধ্যক্ষ ডঃ সঞ্জয় এস. পাওয়ার। এই গবেষণাগারগুলি গড়ে ওঠায় ডঃ বি. সি. রায় ইঞ্জিনিয়ারিং কলেজের মুকুটে যুক্ত হল আরও একটি গৌরবোজ্জ্বল পালক।

কলেজের অ্যালবার্ট আইনস্টাইন হলে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজ সোসাইটির সম্পাদক তরুণ ভট্টাচার্য পশ্চিমবঙ্গ ও বিহারের মোট ৭টি কেন্দ্রের মধ্যে একটি ডঃ বি.সি. রায় ইঞ্জিনিয়ারিং কলেজে গড়ে তোলার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং C-DAC কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, “এই কলেজে গত ৩ বছর ধরে অত্যন্ত সফল ভাবে এআইসিটিই – আইডিয়া ল্যাব পরিচালিত হয়ে আসছে। সেভাবেই নতুন এই গবেষণাগারও সাফল্যের সঙ্গে পরিচালিত হবে এবং যে কোনও ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এসে এই গবেষণাগারে এসে তাদের উদ্ভাবনী ধারণাগুলিকে লালন করার সুযোগ পাবে এবং তা প্রোটোটাইপে রূপান্তর করতে পারবে।”

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

অধ্যাপক নবারুণ ভট্টাচার্য ইন্ডাস্ট্রি ৪.০ এবং আসন্ন ইন্ডাস্ট্রি ৫.০ এর মধ্যে পার্থক্য বর্ণনা করে বলেন, ইন্ডাস্ট্রি ৫.০ এর ভিত্তি হবে অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং প্রক্রিয়া। তাই শিক্ষার্থীদের তাদের পেশাগত জীবনে সাফল্য পেতে গেলে এই উদীয়মান প্রযুক্তির উপযুক্ত প্রশিক্ষণ নেওয়া উচিত। ডঃ পার্থ প্রতিম লাহিড়ী বলেন, “পশ্চিমবঙ্গের অন্যতম অগ্রণী ইঞ্জিনিয়ারিং কলেজ হওয়ায় ডঃ বি.সি. রায় ইঞ্জিনিয়ারিং কলেজ-কে এই প্রকল্পের জন্য নির্বাচিত করা হয়েছে।” তিনি ভবিষ্যদ্বাণী করেন, আগামী পাঁচ বছরের মধ্যে থ্রি ডি প্রিন্টিং প্রযুক্তিও ব্যাপকভাবে পরিবর্তিত হবে। তাই শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য এখনই শুরু করার এটিই সেরা সুযোগ। অধ্যাপক সৈকত মৈত্র বলেন, “থ্রিডি প্রযুক্তি শক্তি সাশ্রয়ী এবং পরিবেশকে উৎপাদনের জেরে তৈরি দূষণ থেকে পরিবেশকে রক্ষা করতে সহায়ক ভূমিকা পালন করে থাকে।” এদিনের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ডঃ সঞ্জয় এস পাওয়ার। শেষে ধন্যবাদ জ্ঞাপক বক্তব্য রাখেন কলেজের ECE বিভাগের প্রধান এবং C-DAC প্রকল্পের ইনচার্জ ডঃ মৃণ্ময় চক্রবর্তী। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন) 

Highlight
ডঃ বি. সি. রায় ইঞ্জিনিয়ারিং কলেজের মুকুটে যুক্ত হল আরও একটি গৌরবোজ্জ্বল পালক
News
ডঃ বি. সি. রায় ইঞ্জিনিয়ারিং কলেজের মুকুটে যুক্ত হল আরও একটি গৌরবোজ্জ্বল পালক
:
কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রকের অধীন সেন্টার ফর ডেভলপমেন্ট অফ অ্যাডভ্যান্সড কম্পিউটিং (C-DAC) এর উদ্যোগে কলেজে এই গবেষণাগারগুলি গড়ে উঠেছে।
Published By
Publisher
Durgapur Darpan
Publisher Logo
error: Content is protected !!