September 29, 2023

শহরের মোট জনসংখ্যার কত শতাংশ হকার থাকবে, নিয়ম বেঁধে দিল পুরসভা

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২৯ আগস্ট ২০২৩: শহরের মোট জনসংখ্যার কত শতাংশ হকার থাকবে? সেই নিয়ম বেঁধে দিল কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। দুর্গাপুজোর আগে পুরসভার তরফে জানিয়ে দেওয়া হল, শহরের মোট জনসংখ্যার আড়াই শতাংশ হকার থাকবে। নতুন করে আর যে কেউ রাস্তা বা ফুটপাথ দখল করে বসে যেতে পারবেন না।

সোমবার হকার সমস‌্যা নিয়ে মেয়র ইন কাউন্সিলদের সঙ্গে বৈঠক করেন মেয়র ফিরহাদ হাকিম। বৈঠক শেষে মেয়র জানান, নতুন স্ট‌্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি তৈরি করা হয়েছে। হকার নিয়ে কোনও অভিযোগ এলে সেই অনুযায়ী দ্রুত খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেবে পুরসভা।

পুরসভার একটি সূত্রে খবর, ২০১২ সালের সমীক্ষা অনুযায়ী শহরে মোট হকার প্রায় ২ লক্ষ ৭৫ হাজার। এখন তা বেড়েছে বলে জানিয়েছে হকারদের বিভিন্ন সংগঠন। বেআইনি হকার ঠেকাতে টাউন ভেন্ডিং কমিটির শংসাপত্র তুলে দেওয়া হচ্ছে হকারদের হাতে। সেই শংসাপত্র দেওয়ার পরে শুরু হবে নতুন সমীক্ষা। প্রতি বছর শংসাপত্র রিনিউ করতে হবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: