October 3, 2023

১১ আগস্ট শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি স্পেশাল ট্রেন, টিকিট মিলবে আগামী কাল থেকে

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৯ আগস্ট ২০২৩: ১২ আগস্ট থেকে ১৫ আগস্ট। মাঝে কাজের দিন শুধু ১৪ আগস্ট। তাই সেদিনটা ছুটি নিলে টানা ৪দিন ছুটি! ভ্রমণ পিপাসু বাঙালী বলা বাহুল্য এমন ছুটিতে উত্তরবঙ্গ পাড়ি দেওয়ার জন্য হাঁকপাঁক করতে থাকে। সেকথা মাথায় রেখে ১১ আগস্ট শিয়ালদহ- নিউ জলপাইগুড়ি স্পেশাল ট্রেন (Sealdah- New Jalpaiguri special train) চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল (Eastern Railway)।

ট্রেনটি শিয়ালদহ থেকে ছাড়বে ১১ আগস্ট অর্থাৎ শুক্রবার রাত ১১:৪০ নাগাদ। নিউ জলপাইগুড়ি পৌঁছাবে শনিবার সকাল ১০:৪৫ নাগাদ। ট্রেনটি নৈহাটি, ব্যান্ডেল, কাটোয়া, জঙ্গিপুর, মালদহ হয়ে নিউ জলপাইগুড়ি পৌঁছাবে। ১০ আগস্ট সকাল ৮ টা থেকে সমস্ত রিজার্ভেশন কাউন্টারে এই ট্রেনের টিকিট পাওয়া যাবে। তবে তৎকাল টিকিট বুকিংয়ের সুবিধা মিলবে না। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!