খুব কম দামে বাজারে আকর্ষণীয় নতুন ল্যাপটপ আনলো জিও, কীভাবে কিনবেন?

দুর্গাপুর দর্পণ ডেস্ক ১ আগস্ট ২০২৩: খুব কম দামে বাজারে JioBook laptop আনলো মুকেশ আম্বানির রিলায়েন্স জিও (Reliance Jio)। ল্যাপটপের বাজারে এবার নতুন চমক দিয়ে মাত্র ১৬ হাজার ৪৯৯ টাকায় দারুন দারুন ফিচারস নিয়ে হাজির হলো জিওর এই নতুন ল্যাপটপ। অনলাইনে আগামী ৫ আগস্ট থেকে অ্যামাজনে শুরু হবে এই ল্যাপটপের বিক্রি।
মাত্র ৯৯০ গ্রাম ওজন এই ল্যাপটপের। ৪জি সাপোর্ট যুক্ত, অক্টা-কোর প্রসেসর থাকছে এই ল্যাপটপে। থাকছে ডুয়াল ব্যান্ড ওয়াইফাই এবং ব্লুটুথের মত সুবিধা। ১১.৬ ইঞ্চি এইচডি ডিসপ্লে। ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ফ্ল্যাশ মেমোরি স্টোরেজ। ২৫৬ জিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যাবে। ডিজিবক্সে ১০০ জিবি ক্লাউড স্টোরেজ থাকছে, এক বছর পর্যন্ত বিনামুল্যে ব্যবহার করা যাবে। ভিডিয়ো কলিংয়ের জন্য ২ মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে। 4000 mAh ব্যাটারি। একটানা ৮ ঘণ্টা ব্যবহার করা যাবে বলে দাবি করেছে জিও।