
দুর্গাপুর: দুর্গাপুর শহর পরিষ্কার রাখার জন্য আনা হয়েছে আধুনিক প্রযুক্তির নয়া মেশিন। বৃহস্পতিবার পরীক্ষামূলকভাবে ‘গারবেজ ও লিফ সাকশন’ মেশিন চালিয়ে দেখল পুর নিগম। শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে এদিনই প্রথম মেশিনটি নামানো হয়। মূলত ঝরা পাতা পরিষ্কারের জন্য আনা হলেও তা দিয়ে ডাস্টবিনের ময়লাও অনায়াসে পরিষ্কার করা যাচ্ছে।
এছাড়াও এই মেশিনের সাহায্যে রাস্তায় পড়ে থাকা প্লাস্টিক যা শহরের নিকাশিনালা বন্ধ হয়ে যায় তা তুলে ফেলা যাবে। ঝরা পাতার মরশুম শুরু হয়েছে। শুকনো ঝরা পাতায় আগুন ধরিয়ে দেওয়ার প্রবণতা দেখা যায়। ফলে অগ্নিকাণ্ড ও দূষণের সম্ভাবনাও থাকে। এই মেশিনের মাধ্যমে এবার থেকে তা তুলে নিলে সমস্যার সমাধান হবে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
দুর্গাপুর নগর নিগমের প্রশাসকমন্ডলীর সদস্য রাখি তেওয়ারি জানান, এই মেশিন সফল হলে শহরের পাঁচটা বরোতেই ব্যবহার করা হবে। পাঁচ বছরের রক্ষণাবেক্ষণ সহ এই মেশিনের দাম পড়ছে ৭৪ লক্ষ টাকা। একবারে ১.৪২ কিউবিক মিটার আবর্জনা তুলতে সক্ষম এই নয়া মেশিন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
