দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২১ জানুয়ারি ২০২৪: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুর মহকুমা হাসপাতালে প্রায় ১ কোটি ৩০ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হয়েছে নতুন বহির্বিভাগ। রবিবার উদ্বোধন করলেন পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, আইন, বিচার বিভাগীয় ও শ্রমমন্ত্রী মলয় ঘটক, জেলাশাসক পোন্নামবলাম এস ও পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।
উপস্থিত ছিলেন মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, পুর প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান অনিন্দিতা মুখোপাধ্যায়, মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত সহ প্রশাসনিক আধিকারিকরা। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে হাসপাতালের বহির্বিভাগের পরিকাঠামো ভেঙে পড়েছিল। দুর্গাপুর মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ একটি বেসরকারি সংস্থার কাছে বহির্বিভাগ করে দেওয়ার আবেদন করেন।
সেই আবেদনে সাড়া দিয়ে ওই বেসরকারি সংস্থার উদ্যোগে ১ কোটি ৩০ লক্ষ টাকা ব্যয় করে নতুন বহির্বিভাগ তৈরি করা হয়। নাম দেওয়া হয় ‘বলরাম দে বহির্বিভাগ’। হাসপাতালের সুপার ডা. ধীমান মন্ডল জানান, “এই বহির্বিভাগে চিকিৎসা করাতে সুবিধা হবে রোগীদের। দীর্ঘদিন ধরে বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা দিতে সমস্যায় পড়তে হতো চিকিৎসকদেরও। সেই সমস্যা মিটল।”
পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, “ধাপে ধাপে দুর্গাপুর মহকুমা হাসপাতালের মানের উন্নয়ন হচ্ছে। বেসরকারি হাসপাতালের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মহকুমা হাসপাতালে রোগীর সংখ্যা। সুস্থ হয়ে বাড়িও ফিরছেন তাঁরা। চিকিৎসার মান বাড়ায় সরকারি হাসপাতালে উপর ভরসাও বাড়ছে সাধারণ মানুষের।’’ দুর্গাপুর মহকুমা হাসপাতাল রাজ্যের মডেল হাসপাতালে পরিণত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।