October 3, 2023

ফের কী ভাঙছে কংগ্রেস? রবিবার ঘোষণা হতে পারে নতুন দল

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৬ জুন ২০২৩: ফের কী ভাঙছে কংগ্রেস (Congress)? দেশের রাজনৈতিক মহলে শুরু হয়েছে এমনই চর্চা। আসলে চর্চার মূল কারণ শচীন পাইলট (Sachin Pilot)। রবিবার তিনি ঘোষণা করতে পারেন নতুন দল! ওইদিন তিনি জয়পুরে সমাবেশের ডাক দিয়েছেন। সেখানে নিজের নতুন দলের নাম ঘোষণা করার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে রাজনৈতিক ওয়াকিবহাল মহল। 

বিদ্রোহী শচীনকে আটকাতে চেষ্টা শুরু হয়েছে কংগ্রেসে। দায়িত্ব দেওয়া হয়েছে দলের সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি বেণুগোপালকে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে নিজে কথা বলেছেন। কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী অশোক গেহলটের সঙ্গে শচীনের সম্পর্ক এতই খারাপ জায়গায় পৌঁছেছে যে তাঁকে আদৌ আটকে রাখা সম্ভব হবে কি না সেটা নিয়ে রীতিমতো সংশয়ে দলের শীর্ষ নেতৃত্ব। ভোটকুশলী প্রশান্ত কিশোরের সঙ্গে বৈঠক করে নতুন দলের নাম, স্লোগান, ভোটের রণকৌশল সহ যাবতীয় দায়িত্ব ‘আইপ্যাকে’র উপর ছেড়ে দিয়েছেন শচীন। এই পরিস্থিতিতে চরম অস্বস্তিতে পড়েছে এআইসিসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!