দুর্গাপুর দর্পণ, ১৩ জুন ২০২৪: বিমানবন্দরে নজরদারি জোরদার করতে এবং যাত্রী নিরাপত্তা সুনিশ্চিত করতে বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর চত্বরে পুলিশ ব্যারাকের উদ্বোধন করা হয়। এদিন দুপুরে নতুন ব্যারাকটির উদ্বোধন করেন আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী। উপস্থিত ছিলেন ডিসি (পূর্ব) অভিষেক গুপ্তা, কাজী নজরুল ইসলাম বিমানবন্দরের ডিরেক্টর কৈলাস মন্ডল প্রমুখ।
কৈলাস জানান, বিমানবন্দর চত্বরের নিরাপত্তার দায়িত্বে রয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশ। পুলিশ কর্মীদের থাকার জন্য অত্যাধুনিক এই ব্যারাকটি নির্মাণ করা হয়েছে। খরচ পড়েছে প্রায় ৪০ লক্ষ টাকা। এখানে ৪৮ জন পুলিশ কর্মীর থাকার ব্যবস্থা রয়েছে। বিমানবন্দরে উড়ানের সংখ্যা বাড়ার পাশাপাশি বিমানবন্দরে অন্যান্য কাজে আসা যাওয়া মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। তাই নিরাপত্তা ও স্বাচ্ছন্দের জন্য পরিকাঠামো উন্নয়নকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
( Dr. BC Roy Engineering College & Group of institutions । 933927844, 9832131164, 9932245570, 9434250472)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।